12:48 am, December 24, 2024

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ছাত্রলীগ নেতা।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার সময় মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত উপজেলার বহুরিয়া গ্রামের আউলাদ খানের ছেলে ও বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রোমান খান (২৫) বলে জানা যায়।

অভিযোগ ও এলাকাবাসী জানায়, মির্জাপুর উপজেলার বুধিরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাছানের সঙ্গে সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ী গ্রামের বারেক মিয়ার মেয়ে চম্পা আক্তার (২৪) এর সাথে পারিবারিক ভাবে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

তাদের সংসারে ১৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

প্রবাসে থাকার সুযোগে ছাত্রলীগ নেতা রোমান খান চম্পা আক্তারকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

প্রবাসী হাছানের জমানো নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ চম্পাকে নিয়ে উধাও হন ছাত্রলীগের আহবায়ক রোমান খান।

প্রবাসী হাছানের বাবা দেলোয়ার হোসেন শনিবার (১৩ এপ্রিল) রাতে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উধাও হওয়া ছাত্রলীগ নেতা রোমান খানের বক্তব্য নিতে খোঁজা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।

এ ছাড়া মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদ বলেন, আমি ঢাকায় রয়েছি। বিষয়টি আপনার মাধ্যমেই শুনতে পেলাম।

এ ব্যাপারে আমাকে কেউ অবগত করেনি। আমি খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img