প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা হানিফ নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
নিহত যাত্রী হানিফ জয়পুরহাট জেলার আমতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশের ধারণা, রেললাইনের কোনো এক জায়গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফের (৩১) মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ (এস.আই) আকবর হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন হানিফ মিয়া।
পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি।
ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছালে মরদেহ দেখার পর উদ্ধার করা হয়।
মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।