2:12 am, December 24, 2024

সাবেক এমপির ছবি অবমাননায় নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আ.লীগ

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ছবি সখীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

এ ছাড়াও এমন ঘৃণিত ভাবে ছবি অবমাননায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী যৌথ এক বিবৃতিতে এই রকম মানহানিকর কুরুচিপূর্ণ কাজের ঘটনাকে ধিক্কার, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতার এমন ছবি অবমাননা বিষয়টি অপ্রত্যাশিত ও অকল্পনীয়। এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ এপ্রিল) সখীপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে অনুপম শাহজাহান জয় এমপি’র অনুসারীরা অফিস দখলে নেন।

এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরের ছবি ভাঙচুর করে ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img