7:21 am, December 24, 2024

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো (৭৫) গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ স্পেশিয়ালিস্ট হসপিটাল শ্যামলিতে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বুধবার (২৪ এপ্রিল) বিকালে সলিমাবাদ সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু।

মরহুমের শেষ বিদায়ে আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন।

এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img