প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের ছবি ময়লার ভাগারে ফেলে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত একটি মানববন্ধনে হামলা অভিযোগ উঠেছে বর্তমান সংসদ সদস্য শাহজাহান অনুপম জয়ের সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর জানা গেছে।
এ ঘটনায় আহত যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, সখীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের ছবি সরিয়ে ময়লার ভাগারে ফেলে দেওয়ার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি ডাকা হয়।
আজ (২৫ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে সখীপুর তালতলা চত্বরে এই কর্মসূচি পালনে কথা ছিল।
কিন্তু বর্তমান সংসদ সদস্য শাহজাহান অনুপম জয় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের লোকজন হামলা করতে পারে এমন আশঙ্কায় পরে কর্মসূচিটি সখীপুরের নলুয়া বাজারে পালনের প্রস্তুতি নেওয়া হয়।
আহত এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, মানববন্ধন শুরুর সময়ে সংসদ সদস্য জয়ের ফুফাতো ভাই শ্রমিক নেতা কিং শিবলী ও শওকত সিকদারের ভাতিজা ফজলু সিদকার, বাবুল সিদ্দিকী, জাহাঙ্গীর তারেকের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়।’
হামলার সময় ওই এলাকায় অন্তত ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় হাতুড়ি ও রডের আঘাতে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সংবাদকর্মী জাহিদ হাসান (২৮) আহত হন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনাটি খুবই দুঃজনক।
এ ঘটনার দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, আমি গত তিনদিন যাবৎ ঢাকায় রয়েছি।
ঘটনা শোনার সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।