2:12 am, December 24, 2024

ভূঞাপুরে হিটস্ট্রোকে শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ‌, হাসপাতা‌লে ভ‌র্তি

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রচণ্ড গরমে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৃষ্টি তনুকা বলেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। তার চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img