1:27 am, December 24, 2024

মির্জাপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নুরুল ইসলাম নুরু (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ মে) ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মির্জাপুর উপজেলা বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম নুরু ওই গ্রামের রবি মিয়ার ছেলে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামে গেদু মিয়া মাতাব্বরের মেয়েকে বিয়ে করেন নুরুল ইসলাম নুরু। নিহতের স্ত্রীর বড় ভাই মোতালেব মিয়া বাদে হালালিয়া গ্রামে বোরো ধানের একটি প্রজেক্ট করেন। নুরুল ইসলাম সেই প্রজেক্টের সেচপাম্প চালান।

তিনি বোরো ধানি জমিতে প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও পানি দিচ্ছিলেন। পরে রাত ১ টার দিকে নুরুর চিৎকারের শুনে পাশের বাড়ির লোকজন চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলে।

পরে পাশের বাড়ির লোকজন সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img