প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আজ সোমবার (৬ মে) বিকালে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ এলাকা থেকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শহরের সন্তোষ এলাকার একটি ধান খেতে স্থানীয়রা মানুষের কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আগামীকাল ময়মনসিংহ মেডিকেল কলেজে কঙ্কালটির ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হবে।
এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। বা নিখোঁজ কোন ব্যাক্তিরও তথ্য পায়নি।
তবে ধারনা করা হচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে এই লাশের।