1:27 am, December 24, 2024

প্রথম ধাপে ধনবাড়ী-মধুপুর দুইটি উপ‌জেলায় ভোটগ্রহণ শুরু

প্রবাহ ডেস্ক :

৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের ১ম ধা‌পে টাঙ্গাইলে দুইটি উপ‌জেলায় ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। বৃ‌ষ্টি নামার পরও নারী ও পুরুষ ভোটাররা কেন্দ্র আস‌ছে ভোট‌ দি‌তে।

ত‌বে অধিকাংশ কে‌ন্দ্রেই ভোটার উপ‌স্থি‌তি কম দেখা গে‌ছে। ভোট নি‌য়ে এখন পর্যন্ত কোন অ‌ভি‌যোগ নেই প্রার্থী ও ভোটার‌দের।

এ দি‌কে কে‌ন্দ্রে তেমন ভোটার উপ‌স্থি‌তি না থাক‌লেও কে‌ন্দ্রের বাইরে উৎসব র‌য়ে‌ছে। কে‌ন্দ্রের বাইরে যেখান থে‌কে ভোটার‌দের ভোটার নম্বর (ভোটার স্লিপ) দেয়া হয় সেখা‌নে ভীড় লক্ষ‌্য করা গে‌ছে।

নির্বাচন অবাধ সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ‌্যক আইনশৃঙ্খলাবাহিনী নি‌য়োগ করা হ‌য়ে‌ছে।

এ ছাড়া প্রত্যেক ইউনিয়‌নে একজন ক‌রে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ ক‌রা হ‌য়ে‌ছে। একই সা‌থে এক‌টি উপ‌জেলায় দুই জন‌কে জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট নি‌য়োগ করা হ‌য়েছে।

মধুপুর উপ‌জেলার গাংগাইর আহম্মদ আলী মে‌মো‌রিয়াল উচ্চ বিদ‌্যালয়, মির্জাবাড়ীর ব্রাক্ষ্মণবাড়ী সরকা‌রি প্রাথ‌মিক‌ বিদ‌্যালয়, পালবা‌ড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়সহ বি‌ভিন্ন কে‌ন্দ্রের বাইরে নির্বাচনী উৎসব দেখা গে‌ছে।

ব্রাক্ষ্মণবা‌ড়ি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কেন্দ্রের বাইরে ভোটার‌দের স্লিপ দি‌চ্ছেন ম‌মিনুল ইসলাম।

ম‌মিনুল ব‌লেন, সকাল থে‌কেই ভোটাররা তা‌দের ভোটার স্লিপ নি‌তে আস‌ছে। কে‌ন্দ্রের বাইরে প্রচুর মান‌ুষ র‌য়ে‌ছে। দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচ‌নে মানু‌ষের ম‌ধ্যে উৎসব র‌য়ে‌ছে।

ভোটাররা জানান, বিগত নির্বাচ‌নগু‌লোর চে‌য়ে এবার ভোট হ‌চ্ছে ভিন্নভা‌বে। ভোটাররা বাঁধাহীনভা‌বে ভোট দি‌তে পার‌ছে পছ‌ন্দের প্রার্থী‌দের। ফ‌লে ভোট দি‌তে পে‌রে খু‌শি তারা।

ব্রাক্ষ্মণবাড়ী উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী জানান, বৃ‌ষ্টির কার‌ণে ভোটার উপ‌স্থি‌তি কম। ত‌ারপরও ভোটার কে‌ন্দ্রে আস‌ছে ভোট দি‌তে।

ত‌বে কে‌ন্দ্রের বাইরে মানু‌ষের ম‌ধ্যে নির্বাচনী উৎসব শুরু হ‌য়ে‌ছে।

এ দিকে বেলার সা‌থে সা‌থে ভোটার উপ‌স্থি‌তিও বাড়‌বে ব‌লে আশা কর‌ছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img