1:11 am, December 24, 2024

মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক

প্রবাহ ডেস্ক :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত নাজমুল (১৪) সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

এ ছাড়াও শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ দুই পুরুষকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সিরাজুল (৩০), ইমন (২০) ও নার্গিস (৪৫)।

সুবকচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়।

পরে তাকে চ্যালেঞ্জ করলে সে স্বীকার করে যে জাল ভোট দিতে এসেছে।

পরে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন তাকে আটক করেন।

প্রিজাইডিং অফিসার আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img