7:49 am, December 24, 2024

নাগরপুরে অঞ্জনা নামের এক নারীর মরদেহ উদ্ধার

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারাপুষা গ্রামে আজ শুক্রবার (১০ মে) অঞ্জনা বেগম (৪৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নাগরপুর পুলিশ।

তিনি নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে অঞ্জনা বেগমের স্বামী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাবার বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোজা খুজি করেও তাকে পাওয়া যায়নি। 

স্থানীয়রা একটি মরদেহ ধান ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, উদ্ধারকৃত  লাশটির কোন প্রকার আঘাতের চিহ্ন নেই।

লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img