প্রবাহ ডেস্ক :
শিক্ষার আলোয় দক্ষকর্মী সৃষ্টি করে বেকার সমস্যা দূরীকরণই উন্নয়নের পূর্ব শর্ত এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে শিল্প সংযোগ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্টারে ইনফরমাল সেক্টর ইন্ডাষ্ট্রি স্কিল্স কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইএসআইএসসি চেয়ারম্যান মির্জা নূরুল গণি শোভন।
আইএসআইএসসি সভাপতি ও নির্বাহী সদস্য জগদ্বিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য আমিরুল ইসলাম খান, টাঙ্গাইল উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রফেসর সাহিদা আকতার প্রমুখ।
শিল্প সংযোগ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন টাঙ্গাইল বিজিএসের অধ্যক্ষ সাজেদুল আলম। কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।