প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (১১ মে) ভোরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারা মারুয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীতে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
জরিমানাপ্রাপ্ত ৬ জন হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাথরাইল গ্রামের আলমগীরের ছেলে মো. হাফিজুল (২০), একই এলাকার ওমর আলীর ছেলে ওসমান গনি (২৫), চাঁন মিঞার ছেলে সাদ্দাম হোসেন (৩০), শাহাজাতপুর উপজেলার বড় বিন্নাদাইড় গ্রামের হানিফের ছেলে শরিফ (৩১), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার কুরবান আলীর ছেলে শরিফুল (৩৮) ও কালিহাতী উপজেলার চরদূর্গাপুর গ্রামের রকিবুলের ছেলে রাসেল (১৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যখনই খবর পাচ্ছি তখনই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নিউ ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকালে আজ (১১ মে) শনিবার ভোরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
অভিযানকালে কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। আগামীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ ছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারগুলো পানি উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।