সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয় (এমপি) কে হত্যার হুমকির প্রতিবাদে মোখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার (১৫ মে) বিকেলে সখীপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষেরর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে দাড়িয়ে থাকা সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সাবেক সাংসদ জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে অবিলম্বে সনদ বাতিলের দাবি জানান।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়।
এ মানববন্ধনে শামিল হওয়া নেতাকর্মীদের দাবি,বাসাইল-সখীপুরের জনমানুষের নেতার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে টাঙ্গাইলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এমপিকে হত্যার হুমকির দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
পরে বিকেলে প্রতিবাদ সভায় বক্তারা, প্রয়াত সংসদ শওকত মোমেন শাজাহানের সুযোগ্য উত্তরসূরীর বিরুদ্ধে অপপ্রচার ও কোন ষড়যন্ত্রের চেষ্টা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
এ মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড,মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের ব্যানারে বক্তব্যে জেলা সাধারণ সম্পাদককের মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে প্রশ্ন তুলেন।
উল্লেখ্য: গত (২৫ এপ্রিল) অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে নলুয়া বাজারের এক সভায় টাঙ্গাইলের কিসলু নামের এক নেতা বর্তমান সাংসদের জিহবা কেটে নেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয় (এমপি) টাঙ্গাইল প্রবাহ’কে মুঠোফোনে জানান, ঐ দিনের মারামারি ঘটনা আমি পরে জেনে প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।
তিনি আরও বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।