1:41 am, December 24, 2024

মির্জাপুরে হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে মাদক মামলায় তাসলিমা (৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় দেয়।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা মির্জাপুরের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।

সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে মাদক বিক্রির সময় তাসলিমাকে আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরে আজ সোমবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img