2:20 am, December 24, 2024

সখীপুরে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রবাহ ডেস্ক :

দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ মে) বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। কোনো নেতাকে অংশ না নিতে নির্দেশ দিয়েছে।

ফারুক হোসেন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও বহিষ্কার করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img