প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলন্ত লরির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর সাড়ে ৫ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছালে একটি ঢাকামুখী কাভার্ডভ্যান ওই লরির পেছনে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়।