প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ৩ জন আটক করেছে প্রিজাইডিং অফিসার।
আজ বুধবার (৫ জুন) বিকেল পৌঁনে ৪ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আব্দুল্লাহ, মো. রিদওয়ান এবং সিয়াম মিয়া।
পরে এ নিয়ে কেন্দ্রের সামনে প্রার্থীদের হট্টগোলের সৃষ্টি হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, আটকৃতরা এর আগে ভোট দিয়েছিলো।
পরে বিকেল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে ৩ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷