2:06 am, December 24, 2024

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

প্রবাহ ডেস্ক :

বঙ্গবন্ধু সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিল ডিমবোঝাই পিকঅ্যাপভ্যান।

এ দুর্ঘটনায় ওই ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী।

কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর রাতে উত্তরবঙ্গ থেকে একটি ডিমবোঝাই পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল।

পথে সেতু এলাকার ৮ নং ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

পরে আমরা গিয়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেলপারের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img