1:58 am, December 24, 2024

আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবাহ ডেস্ক :

লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল শনিবার (৮ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।

এর আগে গত বুধবার (৫ জুন) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে।

সূত্র : বাসস।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img