1:44 am, December 24, 2024

দেশে নতুন শিক্ষা কারিকুলামে সোনার ছেলে মেয়ে তৈরী করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রবাহ ডেস্ক :

দলের মধ্যে দলাদলি,হানাহানি কারো জমি জমা, সম্পদ দখল না করার আহবান জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা।

তিনি নিজেদের মধ্যে শান্তি বজায় রাখার আহবান জানিয়েছেন।
শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা আ’লীগের পক্ষ থেকে তাকে দেয়া গণ সংবর্ধনার জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী চাপা এমন মন্তব্য করেন।

শিক্ষা বিস্তারে নতুন কারিকুলামের বিষয়ে মন্ত্রী শামসুন নাহার চাপা বলেন, যে নতুন শিক্ষা কারিকুলাম আসছে তা বাস্তবায়ন হলে দেশে সত্যি সোনার মানুষ তৈরি হবে।


সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, টাঙ্গাইল শহর আ’লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির নেতা ড. কেএম সালাউদ্দিন, কেন্দ্রীয় ওলামালীগের সভাপতি ড. কেএম আবদুল মোমিন সিরাজী, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রুনু, মধুপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img