8:05 am, December 24, 2024

কালিহাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মারুফা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেলর দিকে বর্গা গ্রামে স্বামীর বাড়ির ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় সূত্র জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০ টার গৃহবধূ মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়।

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কালিহাতী থানার (এসআই) মিন্টু চন্দ্র ঘোষ জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img