প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া এবং কাশতলা গ্রামের জুয়েল।
তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, কাভার্ডভ্যানটি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে হামিদপুর এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই কাভার্ডভ্যানটি চাপা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয় এবং আহত হন এক জন।
আহত যুবককে টাঙ্গাইল শেক হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহত দুই আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।