9:05 am, December 24, 2024

টাঙ্গাইলে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রবাহ ডেস্ক :

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দিনব্যাপী টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অঙ্কন কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক শরীফ আহমেদ, টাঙ্গাইল কালীবাড়ী মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার। 

দিনব্যাপী এ কর্মশালায়  মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img