প্রবাহ ডেস্ক :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল প্রায় ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। তবে যানবাহনের চাপ রয়েছে।
আজ শুক্রবার (১৪ জুন) দুপুর ২ টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫ টা থেকে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়।
এতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
ফলে চরম বিপাকে পড়েন ঈদে ঘরমুখো যানবাহনের চালক ও যাত্রীগণ।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।
তা ছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ মারা যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।