প্রবাহ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-৬ আসনের এমপি খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় জেলা সহ-সভাপতি শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, কোরআনখানী, বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।