প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রাইভেটকার ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন।
আজ শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।
অপরদিকে, ঘাটাইল থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা বিপরীত দিক থেকে মধুপুর আসছিলো। পথিমধ্যে মালাউড়ি এলাকায় পৌঁছালে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৮ জন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী মারা যায়। এতে আহত হয় আরো ৯ জন।
পরে তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।