প্রবাহ ডেস্ক :
ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। কেউ পরিবার বাড়িতে রেখে কেউ আবার সঙ্গে নিয়ে। যাত্রা পথের মতো ফিরতি পথেও পোহাতে হচ্ছে ভোগান্তি। শনিবার থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনে চাপ।
সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যে সাড়ে ১৩ কিলোমিটার গলার কাঁটা হিসেবে দেখা হয়েছিল, সেই অংশটুকুই দুর্ভোগ ডেকে এনেছে যাত্রী ও চালকদের কপালে।
আজ রোববার (২৩ জুন) সন্ধ্যায়ও তীব্র যানজটের চিত্র দেখা যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে কালিহাতীর পৌলী পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কে এ যানজট সৃষ্টি হয়েছে।
ফিটনেসবিহীন যানবাহন বিকল, দুর্ঘটনা, অতিরিক্ত গাড়ির চাপ, চার লেনের কাজ চলমান থাকায় আজ ভোর থেকে এ যানজট দেখা দেয়। প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এ দিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে।
এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, দুর্ঘটনা, চার লেনের কাজ চলমান থাকা ও গাড়ি বিকল হওয়ায় ভোর থেকে শুরু হওয়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি এখনও রয়েছে।
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, মানুষকে নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।