বিভাস চৌধুরী :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ রোববার (২৩ জুন) বাদ যোহর শহরের পুরাতন কোর্ট মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আজকে তিনি ধুকেধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
এতো দাবি ও আহ্বানকে উপেক্ষা করে একজন ব্যক্তির ক্ষোভ ও প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্যই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কোন না কোন ভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবারও জোর দাবি জানান নেতাকর্মীরা।