প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ।
পরে মাছটি স্থানীয় বাজারে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
সোমবার (১ জুলাই) বিকেলে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে মাছটি তোলা হয়।
পরে হালিম নামের এক জন মাছ ব্যবসায়ী পাঙাশ মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেয়।
পরে সেই মাছটি ১৮ হাজার টাকায় কিনে নেয় ভূঞাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম।
জানা গেছে, ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি এলাকার বিমল হালদার বঙ্গবন্ধু সেতু এলাকায় যমুনা নদীতে জাল ফেলে।
পরে তার জালে বিশালাকৃতির পাঙাশ মাছটি আটকে যায়। পরে তিনি মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী বাজারে বাবলু হালদারের মাছের আড়তে নিয়ে আসে।
যমুনা নদী থেকে বিশাল তাজা পাঙাশ মাছ দেখতে মাছ বাজারে ভিড় জমায় অনেকেই। সেখানেই মাছটি বিক্রির জন্য ডাক তোলা হয়।
পরে ১৫ হাজার টাকায় মাছটি ব্যাবসায়ী হালিম কিনে নেয়।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী হালিম জানান, মাছটি বাজারে তোলা হয়। পরে মাছটি এক পুলিশ সদস্যের কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।