প্রবাহ ডেস্ক :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বুধবার (৩ জুলাই) সকাল টাঙ্গাইল ভাসানী হলের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন একজন আপোষহীন নেত্রী।
অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেন না। দেশ ও দেশের মানুষকে ভালোবেসে পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন তিনি, যতদিন পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্তই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।