প্রবাহ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল জেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুন অর রশিদ।
জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এ কে এম মুক্তাদির রহমান শিমুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিকদার মানিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চঞ্চল প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।