7:52 am, December 24, 2024

টাঙ্গাইলের পুলিশ সুপার কায়সার’কে বিদায়ী সংবর্ধনা

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের পুলিশ সুপার ও ময়মনসিংহ আঞ্চলিক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার মোহাম্মদ কায়সার’কে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৭ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপারকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবদুললাহ্ আল্ মামুন, ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন, সহ-সভাপতি কোর্ট ইন্সপেক্টর মো. মোশারফ হোসেন, অর্থ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী তনয় বিশ্বাস প্রমুখ।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ২৪ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব সম্পন্ন করেছেন।

তিনি খুব শিঘ্রই এসবি (স্পেশাল ব্রাঞ্চ) এর অ্যাডিশনাল ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহন করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের (২৭ এপ্রিল) তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল’কে সভাপতি ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক’কে সাধারণ সম্পাদক করে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা এই পাঁচ জেলা নিয়ে নিজেদের অঞ্চলের মানুষদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলস্থ ময়মনসিংহ আঞ্চলিক সমিতি গঠিত হয়।

বর্তামানে মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব এবং মোহাম্মদ শরীফুল হক সিরাজগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img