1:19 am, December 24, 2024

টাঙ্গাইলে বন্যার কারণে ৭২ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।

বন্যার পানি সরে গেলে দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু হবে হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

টাঙ্গাইল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা বন্যা কবলিত।

এর মধ্যে ৩ উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ও অঙিনায় পানি থাকায় পাঠদান বন্ধ রয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলায় ২৬টি ও ভুঞাপুর উপজেলায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।

এ ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলায় ১১টি, বাসাইল উপজেলায় ৪টি, ভুঞাপুর উপজেলায় ৮টি ও কালিহাতী উপজেলায় ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহা আলম আকন্দ শাফলা বলেন, ভুঞাপুরের গাবসারা ইউনিয়ন যমুনা ঘেঁষা।

এ ইউনিয়নের প্রায় পুরোটাই পানিতে তলিয়ে আছে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি উঠেছে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও পাঠদান বন্ধ রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জানান, স্কুল খোলা থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ এম জহিরুল হায়াত বলেন, বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পাঠদান শুরু হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img