1:26 am, December 24, 2024

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ  আন্ত:জেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে (ডিবি) পুলিশ।

আজ সোমবার (১৫ জুলাই) টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গ্রেফতারকৃত শহিদ মাঝি (৩২) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার  উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে  । 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন।

এ সময় তিনি টাঙ্গাইল পৌর শহরের লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি যায়।

পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওই ঘটনার দিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করে।

পরে গতকাল রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামী শহিদ মাঝিকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ প্রধান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img