2:23 am, December 24, 2024

সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া বাজারের পূর্ব পাশে ছোরহাব হোসেনের ছেলে মো.হুমায়ূন মিয়ার স্ত্রী ফাহিমা আক্তার (৩৪) কে ধারালো ছুরি (বাক্কু) দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান।

হুমায়ুনের মামা ফজলুল হক জানান, আনুমানিক রাত ১১টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পরে সকাল ৯ টার দিকে হুমায়ুন একটি নম্বরে ফজলুল হককে ফোন দিয়ে নিহত ফাহিমাকে মাথার পিছনে আঘাতের কথা স্বীকার করে ফোন দেয়।

পরে ফজলুল হক ও প্রতিবেশীরা টিনের বেড়া ভেঙে তার বসত ঘরের মেঝেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এস আই)জাহাঙ্গীর আলম লাশের সুরতহাল করেন। দুই সন্তানের জননী ফাহিমাকে ভালোবেসে বিয়ে করেছিল হুমায়ুন।

স্থানীয় ইউপি সদস্য হোসাইন মাহমুদ এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img