প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলে মঞ্জুর কাদের (২০) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার অভিযোগ ওঠেছে।
নিহত মঞ্জুর কাদের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
নিহত মঞ্জুর কাদের তার নিজ ঘরের আড়ার (ধন্না) সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নিহতের বাবা ভ্যান রিক্সা চালক ভ্যান নিয়ে ঘাটাইলের ধলাপাড়া যান। সেখানেই তিনি মোবাইলে সংবাদ পেয়ে দ্রুত চলে এসে ছেলেকে মৃত দেখতে পান।
প্রতিবেশিদের ধারণা প্রেম ঘটিত বিষয় থাকতে পারে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।