নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন আ’লীগের ৬৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা অফিসে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সংক্রান্ত কাগজ প্রকাশ করা হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী’র যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে মো. ফারুক হোসেন (ফালু) ও মো. উজ্জ্বল সরকার সহ মোট ৬৯ সদস্যের কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়েছে।
এ ছাড়াও কমিটিতে ২৮ জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল সরকার বলেন, গণতান্ত্রিক ধারায় যথাযথ প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পেয়ে আমরা সহবতপুর ইউনিয়ন আ’লীগ আনন্দিত।
আমাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলার নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাই।
সংসদ নির্বাচন থাকায় কমিটি প্রকাশে দেরি হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে আমরা তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, প্রায় ৮ বছর পর গত ২৭ সেপ্টেম্বর (২০২৩) তারিখে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের উপস্থিতিতে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ব্যালট-ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনের ১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও সম্প্রতি সেটি প্রকাশ করা হয়।