1:28 am, December 24, 2024

প্রধান ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রবাহ ডেস্ক :

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের (১নং গেট) সামনে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৩৫ জন শিক্ষক অংশ নেন এবং তাদের বক্তব্য পেশ করেন।

পরে সমাবেশ শেষে বিকাল সাড়ে ৪ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক ঘিরে অবস্থান করেন এবং তালা ভেঙ্গে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যান।

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের জন্য গত (১৮ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন শিক্ষার্থী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেন মাভাবিপ্রবি প্রশাসন কর্তৃক।

উল্লেখ্য, গত (১৭ জুলাই) হতে অনির্দিষ্টকালের জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পাশাপাশি নির্দেশনা আসে দুপুর ২ টার মধ্যে হল ত্যাগের ও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img