প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও উপজেলা ফটক আটকিয়ে ঘেরাও কর্মসূচি সাধারণ শিক্ষার্থীরা ও সাধারণ জনতা।
আজ রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়।
এ সময় উপজেলার সকল অফিসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে ও কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
তারা জানান, ইউএনও শাহাদাত হুসেইন এই উপজেলায় যোগদানের পর থেকে মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব উদ্যোক্তা তৈরিসহ সর্বসাধারণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি ভূমিহীন, অসহায়,হতদরিদ্রদের পাশে সরকারি অর্থে অথবা নিজস্ব অর্থে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলাবাসী।
জানা যায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ও শুক্রবার (২৩ আগস্ট) রাতে কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পরে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল।
পরে শিক্ষার্থীরা রাত পৌনে দশটার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। শিক্ষার্থী রাসেল, আল আমিন, সাব্বির রাশেদুল, রিফাত, আশরাফুল, কবির, হৃদয়, শাওন, হাবিব ও সাজিদ বলেন, কালিহাতীর ইউএনও শাহাদাত হুসেইন একজন ভালো মানুষ। তার বদলির আদেশ আমরা মানি না। ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করা করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসারের হিসেবে দেয়া হয়।
এর আগেও দায়িত্বে থাকা অবস্থায় (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলি আদেশ প্রত্যাহারের জন্য নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বসাধারণ মানবন্ধন করে।