1:54 am, December 24, 2024

ঘাটাইলে শিয়াল মারার ফাঁদে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

প্রবাহ ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আঁখ ক্ষেতে শিয়াল মারার পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

আজ রোববার (২৫ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ  তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আঁখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে স্বামী আরশেদ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে নিহত দম্পতির মরদেহ দুটি উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদের নিজ আঁখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধনতাবশত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই স্বামী-স্ত্রী দু’জনেই মারা গেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img