8:21 am, December 24, 2024

নিজের ভবিষ্যৎ জানতে বিসিবিতে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

প্রবাহ ডেস্ক :

পাশার দান উল্টে গেছে! যে ফারুক আহমেদকে প্রধান নির্বাচক হিসেবে ‘ডামি’ বানিয়ে রাখার চেষ্টা করেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সেই ফারুকই এখন সময়ের পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। যেখানে বসে ফারুক সাফ জানিয়েছেন, হাথুরুসিংহের ‘চেয়ে ভালো কাউকে’ খুঁজছে বিসিবি। ফলে বাংলাদেশ ক্রিকেটে অনিশ্চিত হাথুরুসিংহের ভবিষ্যৎ।

ফলাফলের দিক থেকে হাথুরুসিংহে সব সময়ই বাংলাদেশের অনান্য কোচদের থেকে এগিয়ে। রাওয়ালপিন্ডি টেস্টে জিতে তা আরও একবার প্রমাণিত হয়েছে। তাতে তার পায়ের নিচের মাটিও একটু শক্ত হয়েছে। তবে ফারুকের বোর্ড তাকে বহাল তবিয়তে রাখবে কিনা সেটাই বিরাট প্রশ্নের।

দেশে কি হচ্ছে তা সবটাই জানছেন হাথুরুসিংহে। পাকিস্তান সিরিজের মাঝেও তাকে এসব নিয়ে কথা বলতে হয়েছে। ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকলেও এসব নিয়ে খুব বেশি ভাবছেন না শ্রীলঙ্কান কোচ। দেশে ফিরে বোর্ডের সঙ্গে কথা বলার অপেক্ষায় তিনি, ‘আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে।

তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।

নিজের কাজটা করে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই কোচ, ‘আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একই রকম মনোযোগ রেখেছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img