9:23 am, December 24, 2024

আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রবাহ ডেস্ক :

আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের (১ সেপ্টেম্বর) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এই দলটি দেশের একটি বড় রাজনৈতিক শক্তি।

আগে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল, কিন্তু সাম্প্রতিক বন্যার কারণে তা সীমিত করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজন করবে।

এ দিন আজ রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া হয়। ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া, দোয়া ও মিলাদ মাহফিল হবে। এতে দেশের মানুষ এবং ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসার জন্যও দোয়া করা হবে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করবো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img