নাগরপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনাড়ম্বরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নাগরপুর উপজেলা বিএনপি ও বিএনপি’র অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি সহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে দিনের প্রথমে পতাকা উত্তেলিত হয় এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা কামনা সহ সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।