প্রবাহ ডেস্ক :
বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও দৈনিক আজকের টেলিগ্রামের বাসাইল প্রতিনিধি মিলন ইসলামকে সাধারণ সম্পাদক করে বাসাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাসাইল প্রেসক্লাব চত্বরে রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহানাজ খানম (সাপ্তাহিক পাপিয়া ), যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম (বার্তা ২৪ ডটকম), কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো), ক্রীড়া সম্পাদক কামাল হোসেন (স্টাফ রিপোর্টার দৈনিক আজকের টেলিগ্রাম), প্রচার ও দপ্তর সম্পাদক সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), সাহিত্য সম্পাদক শরীফুজ্জামান (দৈনিক আমার সংবাদ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাসুদ রানা (এশিয়ান টিভি), তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), হাসানুজ্জামান খান (আমাদের টাঙ্গাইল ২৪.কম)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল আই’য়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।
বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সহ-সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবিন ও সাবেক সম্পাদক এম.কে ভূইয়া সোহেল প্রমুখ।