2:24 am, December 24, 2024

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাগরপুর প্রতিনিধি :

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার সকালে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক মজলুমের কন্ঠের নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, নাগরপুর থানার তদন্ত অফিসার হাসান জাহিদ, কৃষকদলের সাধারন সম্পাদক মো. জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মো. মীর খালেদ মাহবুর রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির প্রমুখ। আলোচনা সভা শেষে দৈনিক মজলুমের কন্ঠের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img