7:37 am, December 24, 2024

চাকরি পুণর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

প্রবাহ ডেস্ক :

২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনের হত্যার বিচার এবং চাকরি পুণর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তৎকালীন বিডিআরের সিপাহী মো. হাকিম, মো. রতন মিয়া, মো. আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে। এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুণর্বহাল করতে হবে।

অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

পরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img