7:57 am, December 24, 2024

টাঙ্গাইলে ফুটবলার কারিগর জামিল বসের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রবাহ ডেস্ক :

ফুটবলার তৈরীর কারিগর ফুটবলের নিবেদিত প্রাণ মরহুম আতিকুর রহমান জামিলের ১ম মুত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) টাঙ্গাইল ফুটবল একাডেমী দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে শহরের থানাপাড়া অধিবাসী মরহুম আতিকুর রহমান জামিলের ১ম মৃত্যুবার্ষিকী পালন করেন।

দিনের শুরুতে টাঙ্গাইল ফুটবল একাডেমী ক্যাম্পে এতিম খানার ৩০ জন বালক কোরআন খতম দেন। এরপর সকাল ১১টায় জামিল বস স্বরণে তার জীবনী নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয় দলে সাবেক কাবাডি খেলোয়াড় আজগর আলী, তারেক হাসান খান জুয়েল, আহসান উল্লাহ খান সোহেল, সাবেক ফুটবলার মামুন, শাহ আজিজ তালুকদার বাপ্পী, টাইগার ক্রিকেট একাডেমীর পরিচালক ও কোচ ইসলাম খান, আওয়াল, জাহাঙ্গীর হোসেন, মনি, একাডেমী কোচ রনজিৎ রায় ও বর্তমান জাতীয় ফুটবল ও ঢাকা আবাহনীর লিমিটেডের ফুটবলার সুমন রেজা।

পরে বিকেলে টাঙ্গাইল ফুটবল একাডেমীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিগত ২০০০ সাল হতে ২০২৩ সালের মৃত্যুর পূর্ব পর্যন্ত আতিকুর রহমান জামিল লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০২৩ সালের (৩ সেপ্টেম্বর) মারা যান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img