2:01 am, December 24, 2024

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে নাঈমুর রহমান দুর্জয় এর পদত্যাগ

প্রবাহ ডেস্ক :

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে লেগেছে পরিবর্তনের হাওয়া। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি)। তারই অংশ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান বিসিবি পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন।

ব্যাপারটি দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি। 

বিসিবি থেকে নাঈমুরের পদত্যাগ এর অভ্যন্তরে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে তিনিই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এর আগে সভাপতির পদ থেকে নাজমুল ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী।

তবে এ দুজনের কেউ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি।

বিসিবির সাম্প্রতিক দুর্নীতি এবং অভ্যন্তরীণ কৌশলগত পরিবর্তনের মাঝেই নাঈমুরের পদত্যাগ ঘটল, যা বোর্ডের অভ্যন্তরে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নাঈমুরের পদত্যাগের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালকদের মধ্যেও পরিবর্তন এসেছে।

জালাল ইউনুসও এনএসসির অনুরোধে সরে দাঁড়িয়েছেন পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে।

এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন।

দীর্ঘদিন বিসিবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন নাইমুর রহমান দুর্জয়। মাঝে সংসদ সদস্যও ছিলেন আওয়ামী লীগ সরকারের অধীনে। সর্বশেষ জাতীয় নির্বাচনে অবশ্য দল থেকে মনোনয়ন পাননি দুর্জয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img

এই বিভাগের আরো খবর

- Advertisement -spot_img