প্রবাহ ডেস্ক :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৃথক-পৃথক স্থান থেকে ৩ টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং সদর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে, দুই জনের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং চান্দুসি গ্রামের জুলহাস উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে, রবিবার সকালে বানিয়াপাড়ায় সড়কের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এ দিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরে সাজ্জাদ হোসেন ইমনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
অন্যদিকে, ঘাটাইল সদরে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় জুলহাস উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) সজল খান বলেন, পৃথক-পৃথক স্থান থেকে উদ্ধার করা ৩ মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।